মুন্সিগঞ্জ, ৫ এপ্রিল, ২০২১, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের মাওয়া কোস্টগার্ডের অভিযানে আনুমানিক ২৫ লাখ টাকার মূল্যে ৫শ পিস চায়না চাই (ম্যাজিক জাল) জব্দ করা হয়েছে। এসয়ম অবৈধ ম্যাজিক জাল বহনের দায়ে দুইজনকে আটক করে কোস্টগার্ড।
সোমবার রাত ২টার দিকে শরিয়তপুরের কাঁঠালবাড়ি এলাকায় একটি স্ট্রিলের ট্রলার বোঝাই এসব জাল জব্দ করে পদ্মা সেতু কম্পোজিট স্টেশন মাওয়ার একটি দল।
আটককৃতরা হলেন, ট্রলার চালক জীবন মৃধা (২২) ও শহিদুল (২০)। তারা মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দক্ষিণ মান্দ্রা গ্রামের বাসিন্দা।
মাওয়া কোস্টগার্ডের কমান্ডার সাইফুল জানান, কাঁঠালবাড়ি এলাকায় সন্দেহজনক একটি ট্রলার চলাচল করার সময় টহলদল ট্রলারটি থামায়। এসময় রেক্সিন দিয়ে ডাকা ট্রলার বোঝাই ৫শ’ পিস অবৈধ চায়না চাই পাওয়া যায়। চায়না চাই বহনের দায়ে দুই ট্রলার চালককে আটক করা হয়। পরে সোমবার দুপুর ২টার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামানের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি আটককৃতদের মুছলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, চায়না চাই প্রায় ৬০ থেকে ৮০ ফুট লম্বা, ছোট ছোট খোপের মত। এ জাল খাল-বিল, নদী-নালা ও জলাশয়ে বাঁশের খুঁটির সাথে জালের দু’মাথা বেঁধে পেতে রাখা হয়। কিছুক্ষণ পর পর তুললে ছোট-বড় সব ধরণের মাছ এ জালে আটকা পড়ে। অসাধু জেলেরা ম্যাজিক জাল পেতে নির্বিচারে পোনাসহ সব ধরনের মা মাছ শিকার করছে। সেই সাথে কুচি, ব্যাঙ, সাপসহ বিভিন্ন জলজ প্রাণিও মারা পড়ছে বলে জানা যায়।