২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৮:০৯
মুন্সিগঞ্জে ২৪ প্রহরব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ ডিসেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে শুরু হয়েছে ২৪ প্রহরব্যাপি শ্রী শ্রী তারক ব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন।

বিশ্ব মানবতার কল্যান কামনায় দেশ ও জাতির মঙ্গলার্থে মুন্সিগঞ্জ শহরের বাগমামুদালীপাড়া সার্বজনীন পূজা মন্দির ও রাধা গোবিন্দ মন্দিরে মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করে মন্দির কমিটি।

এ মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তনে বিভিন্ন স্থান থেকে আগত হাজারো ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয় মন্দির প্রাঙ্গন।

এসময় উপস্থিত ছিলেন, শ্রী শ্রী তারক ব্রক্ষমহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি শ্রী প্রশান্ত কুমার মন্ডল (দুলাল) ও সাধারণ সম্পাদক ডাঃ তপন কুমার দাস।

উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর বাগমামুদালীপাড়া রাধা গোবিন্দ মন্দিরে অধিবাস যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

error: দুঃখিত!