মুন্সিগঞ্জ, ২৫ জানুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে ১ লাখ মিটার কারেন্ট জাল ও ৩০ টি চায়না চাই জব্দ করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব জব্দ করা হয়। পরে দুপুর দেড়টার দিকে জব্দকৃত ১ লক্ষ মিটার কারেন্ট জাল ও ৩০ টি চায়না চাই পুড়িয়ে বিনষ্ট করা হয়।
গজারিয়া উপজেলা মৎস্য অফিসার ইকবাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম রাশেদুল ইসলাম।