মুন্সিগঞ্জ, ১৫ অক্টোবর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৩৫৮ পাউন্ড অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৭৯ হাজার টাকা।
এছাড়াও এসময় ২৪৮০ পিস ববিন জব্দ করা হয়।
এ বিষয়ে নৌ পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযানে সদরের দশকানি ও ডিঙ্গাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
এ বিষয় সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানায় নৌ পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন নৌ পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইনান্স) শফিকুল ইসলাম (বিপিএম) (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (নৌ পুলিশ সদর দপ্তর) মাহফুজুর রহমান। এছাড়াও মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের পুলিশ সদস্যবৃন্দ অংশ নেয়।