মুন্সিগঞ্জ, ১২ অক্টোবর, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ১৬ বছরের এক মাদ্রাসা ছাত্রের বিরুদ্ধে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
টংগিবাড়ী উপজেলার মান্দ্রা গ্রামে ৪ বছরের এক শিশু ঐ মাদ্রাসা ছাত্রের ধর্ষনের শিকার হয়েছে।
ঐ শিশু আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে হাসপাতাল কতৃপক্ষ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার উভয় পক্ষকে তার অফিসে এনে তাদের বক্তব্য শুনে ধর্ষককে আটক করে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা করেন।
জানা গেছে, উপজেলার মান্দ্রা গ্রামের এক দিনমজুরের ৪ বছরের শিশু মেয়ে গত শনিবার (১০ অক্টোবর) সকাল ১১ টার দিকে তাদের প্রতিবেশীর বাড়িতে অন্যান্য ছেলে-মেয়েদের সাথে খেলা করছিলো। সেখান থেকে পার্শ্ববর্তী বাড়ির সাঈদ মুন্সীর মাদ্রাসা পড়ুয়া ছেলে ধর্ষক সিয়াম (১৬) সাইকেলে ঘুরানোর কথা বলে শিশুটিকে পাশের নুর মোহাম্মদ শেখের কলাবাগানে নিয়ে ধর্ষণ করে।
মাদ্রাসা ছাত্র সিয়াম জোড়পূর্বক ধর্ষণ শেষে শিশুটিকে কলা বাগানে একা ফেলে চলে আসতে চাইলে শিশুটি চিৎকার করলে সিয়াম তাকে কলাবাগান হতে তুলে এনে বাড়ি পৌঁছে দেয়। ঐদিন রাতেই শিশুটি অসুস্থ হয়ে পরে।
শিশুটি উপজেলার মান্দ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত পার্শ্ববর্তী বাড়ৈইপাড়া মাদ্রাসার ছাত্র।
এ ব্যাপারে টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান, ধর্ষিতা মেয়েটি টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে আমি বিষয়টি সম্পর্কে অবহিত হই। পরে ভিকটিম ও ধর্ষককে খবর দিয়ে অফিসে নিয়ে আসি। এরপর ঘটনা বিস্তারিত শুনে এ ঘটনায় জড়িত মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলি।
এ ব্যাপারে টংগিবাড়ী থানার ওসি হারুন অর রশিদ রাত ১১ টা ৫০ এর দিকে ‘আমার বিক্রমপুর’ কে জানান, অভিযুক্ত মাদ্রাসা ছাত্রকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।