মুন্সিগঞ্জ, ১০ মার্চ, ২০২২, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় ৬০ ড্রাম সয়াবিন তেল নিয়ে একটি ট্রাক দূর্ঘটনার কবলে পরেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দঁড়ি বাউশিয়া এলাকায় ঢাকাগামী লেনে ১২ হাজার লিটার (৬০ ড্রাম) সয়াবিন তেল নিয়ে ট্রাকটি (বগুড়া ট ১১-১২৬৮) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজালাল বাবুল জানান, তেলের ব্যারেল বাহী গাড়ি উপজেলার দঁড়ি বাউশিয়া ষ্ট্যান্ডে ইউটার্নে দ্রুতগতিতে আসা লোকাল বাসকে বাঁচাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ট্রাকটি নিজস্ব ব্যবস্থায় উদ্ধার করে নিয়ে গেছে তারা। তেল সম্পূর্ণ অক্ষত রয়েছে।