মুন্সিগঞ্জ, ১৫ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ১১ কিলোমিটার এলাকায় অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস; যেখানে তিন হাজার সাতশ আবাসিক সংযোগ ছিল।
বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার ভবেরচর কলেজ রোড, ভবেরচর বাস স্ট্যান্ড, আলীপুরা ও ভিটিকান্দিতে এ অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
অভিযানে নির্বাহী হাকিম হিসেবে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার উজ্জ্বল কুমার হালদার উপস্থিত ছিলেন।
তিতাস গ্যাস মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান পলাশ বলেন, উপজেলার ভবেরচর ইউনিয়নের পাঁচটি স্থানে ১১ কিলোমিটার এলাকাজুড়ে তিন হাজার ৭০০ আবাসিক সংযোগ, তিনটি রেস্তোরাঁ, একটি ঢালাই কারখানা এবং ১০টি চা দোকানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এসময় গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) আক্তার উজ জামান, ভবেরচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদত আলী, তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার ও ভিজিল্যান্স) আতিকুল ইসলাম, ইউপি সদস্য ওসমান গনি মানিক এবং সাখাওয়াত হোসেন প্রধান উপস্থিত ছিলেন।
গত ৫ মার্চ উপজেলার মধ্যবাউশিয়া বাস স্ট্যান্ড এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করতে গিয়ে জনগণের তোপের মুখে পড়েন তিতাসের কর্মকর্তারা। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে ফাঁকাগুলি ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এতে সাত পুলিশ সদস্য আহত হয়।
এ ঘটনায় গজারিয়া থানা পুলিশের করা মামলায় ৩১ জনের নাম উল্লেখ এবং দুই হাজার অজ্ঞাত আসামি করা হয়েছে।