মুন্সিগঞ্জ, ৩১ মার্চ ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
রমজানে নিম্ন আয়ের মানুষের মাঝে দশ টাকার বিনিময়ে ৭টি নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বিতরণ করেছে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন নামের একটি সংগঠন।
আজ শুক্রবার দুুপুরে টংগিবাড়ী উপজেলার কামারখাড়া বাজারে ‘১০ টাকায় ইফতার বাজার’ নামক ব্যতিক্রমী আয়োজনে ১০ টাকার বিনিময়ে এক কেজি সয়াবিন তেল, ১ কেজি খেজুর, ২কেজি পেঁয়াজ, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া ও মুড়ি ২১০টি পরিবারের মাঝে তুলে দেয়া হয়।
দিঘীরপাড় গ্রামের নাছিমা বেগম (৩৫) বলেন, ‘বাজারে যেখানে ১ লিটার তেলের দাম ১৯০ টাকা; সেখানে ৭টি পণ্য মাত্র ১০ টাকায় পেয়েছি। এখানে এসে মনে হলো শায়েস্তা খা’র আমলের মত অল্প টাকায় পণ্য নিচ্ছি।’
সংগঠনের সদস্যরা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের কথা বিবেচনা করে এই অস্থায়ী বাজারের আয়োজন করা হয়। সংগঠনের সদস্যদের দান ও মাসিক চাঁদা দিয়ে বাজার পরিচালনা করা হচ্ছে বলে জানান তারা। দ্বিতীয়বারের মত এই বাজার থেকে দুই শতাধিক মানুষ সহায়তা পেয়েছেন। আমরা অসহায় মানুষের আগ্রহ ও তৃপ্তির হাসি দেখে আনন্দিত হয়েছি।