২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৬:৪৮
মুন্সিগঞ্জে ১০৯ বোতল ফেন্সিডিলসহ ১০০ মামলার মাদক বিনষ্ট
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের আদালতে চলমান ও নিষ্পত্তিকৃত ১০০ টি মামলায় জব্দকৃত মাদক ধ্বংস করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দক্ষিণ পার্শ্বে এসব মাদক ধ্বংস করা হয়।

এসময় আদালত মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক ও আলামত ধ্বংস কমিটির সভাপতি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের উপস্থিতিতে ১০০ টি মামলার মধ্যে ১০৯ বোতল ফেন্সিডিল, ২ হাজার ৫ শত ৭৩ পিচ ইয়াবা ট্যাবলেট, সাড়ে ৪ কেজি গাঁজা, ৭ ক্যান বিয়ার, ১০ লিটার চোলাই মদ বিনষ্ট করা হয়।

এসময়  ফেন্সিডিল ও বিয়ার দা দিয়ে কুপিয়ে, ইয়াবা ও চোলাই মদ পানিতে ডুবিয়ে এবং গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপ-পরিদর্শক ইসফাত আরা খানম এসব তথ্য নিশ্চিত করেন।

error: দুঃখিত!