মুন্সিগঞ্জ, ১৬ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের ডিঙাভাঙা বালুর মাঠ থেকে টগর মোল্লা (৩৬) নামের এক যুবককে ১০০পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। সে একাধিক মাদক মামলার আসামি বলে জানা গেছে।
গতকাল সোমবার রাতে তাকে আটক করা হয়। টগর মোল্লার বাড়ি সদর উপজেলার মাকহাটি এলাকায়। সে ডিঙাভাঙায় শাহাবুদ্দিনের বাড়িতে ভাড়ায় থেকে দীর্ঘদিন যাবৎ ইয়াবা কারবারে যুক্ত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। আজ মঙ্গলবার আটক টগর মোল্লার বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।