১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৯:০১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে হেরোইন সেবনের দায়ে ৬মাসের কারাদন্ড
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ জানুয়ারি, ২০২৩, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় হেরোইন সেবনের দায়ে এক ব্যক্তিকে ৬মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় পৃথক অভিযানে আরেক ব্যক্তির কাছ থেকে হেরোইন উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টা’র দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

দন্ডপ্রাপ্ত হলেন, টংগিবাড়ী উপজেলার বেতকা এলাকার পাইকপাড়ার মৃত বাদশা শেখ এর ছেলে মিরাজ শেখ (৫৫)। হেরোইন সেবনের অপরাধে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ১০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়।

অপর এক অভিযানে টংগীবাড়ি উপজেলার আমতলি এলাকা থেকে মৃত আমির হোসেন দেওয়ানের ছেলে মিন্টু দেওয়ান (৪৫) কে ৭ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। তার বিরুদ্ধে টংগীবাড়ি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

error: দুঃখিত!