মুন্সিগঞ্জ, ২৬ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে মাদক সেবনের দায়ে মাদকসেবীকে ১বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত হলেন, সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুর পাড় এলাকার গিয়াস উদ্দিন বেপারীর ছেলে রানা (৪০)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা এসব তথ্য জানান।
তিনি জানান, সোমবার গোপন সংবাদ পেয়ে হেরোইন সেবনরত অবস্থায় ৬ পুড়িয়া হেরোইনসহ ঐ ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়।