২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ২:৪০
মুন্সিগঞ্জে হেরোইন সহ আটক ১
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২৯ নভেম্বর, ২০১৯, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে হেরোইন ও নগদ টাকাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার রাতে উপজেলার মেদেনী মন্ডল ইউনিয়নের যশলদিয়া পুনর্বাসন কেন্দ্রের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মোশারফ ফকির (৪২) ওই এলাকার বাসিন্দা।

জানা যায়, রাতে যশলদিয়া পুনর্বাসন কেন্দ্রের পূর্ব পাশে বিশেষ অভিযান চালিয়ে মোশারফ ফকিরকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ড্রয়ারের ভেতর থেকে পলিথিনের প্যাকেটে মোড়ানো ৯৪ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব বলেন, আমরা জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় মোশরফ ফকিরকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। এ এলাকায় আরও কোন মাদক ব্যবসায়ী আছে কি না তা আমরা খতিয়ে দেখছি।

error: দুঃখিত!