১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:৫৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে হেফাজতের হরতালের ‍বিরুদ্ধে আ. লীগ নেতা-কর্মীদের মিছিল, অবস্থান কর্মসূচি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ মার্চ, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

হেফাজতে ইসলামের ডাকা হরতালের প্রভাব পড়েনি মুন্সিগঞ্জে। সকাল থেকেই যান চলাচল ও জনজীবন স্বাভাবিক রয়েছে। হরতালে মুন্সিগঞ্জের কোথাও এই প্রতিবেদন লেখা পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জের সুপারমার্কেট, মুক্তারপুর, সিপাহীপাড়া, টংগিবাড়ী, সিরাজদিখান, গজারিয়া, লৌহজং, শ্রীনগর প্রভৃতি এলাকার সড়ক ও মহাসড়কে সকালে বাস, মিনিবাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারীচালিত অটোরিকশা-মিশুক চলতে দেখা গেছে।

এদিকে হেফাজতের হরতালের ‍বিরুদ্ধে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোববার (২৮ মার্চ) সকাল ১১ টা’র দিকে আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন কল্লোলের নেতৃত্বে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল মুন্সিগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ল্যাবএইড হাসপাতালের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করে।

আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন কল্লোল জানান, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নির্দেশে উগ্র-সাম্প্রদায়িক মৌলবাদি গোষ্ঠীর বিরুদ্ধে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা পরিষদের সদস্য ও শহর স্বেচ্ছাসেসবক লীগের সভাপতি আরিফুর রহমান, জেলা পরিষদ সদস্য গোলাম রসূল সিরাজী রোমান, পঞ্চসার ইউপি সদস্য জাহিদ হাসান, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু বকর সিদ্দিক মিথুন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান দর্পণ, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শিহাব আহমেদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হাসিব মোঃ রাফিউ প্রমুখ।

উল্লেখ্য, সারা দেশে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরুদ্ধে ‘প্রতিবাদী মুসল্লিদের ওপর হামলা ও হত্যার’ প্রতিবাদে তারা এই হরতালের ডাক দেয়।

error: দুঃখিত!