১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১:২৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে হিজাব না পড়ায় ৯ স্কুলছাত্রীর চুল কেটে বরখাস্ত হলেন শিক্ষিকা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে হিজাব না পড়ায় ৯ শিক্ষার্থীর চুল কেটে দেয়ার অভিযোগে এক স্কুল শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি করেছে উপজেলা প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর আব্দুর রহমান স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ৯ ছাত্রী ওই প্রতিষ্ঠানের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের শিক্ষিকা রুমিয়া সরকারের বিরুদ্ধে হিজাব না পড়ার দায়ে চুল কেটে দেয়ার অভিযোগ করেন।

পরে আজ প্রতিষ্ঠানটিতে পরিদর্শনে গিয়ে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ।

তিনি জানান, শিক্ষিকা রুমিয়া সরকারের বিরুদ্ধে ভুক্তভোগী শিক্ষার্থীদের ভিত্তিতে তদন্তে গেলে এর প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

শিক্ষার্থীদের বরাতে ইউএনও জানান, বুধবার ৭ম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী হিজাব ছাড়াই বিদ্যালয়ে উপস্থিত হন। পরে ক্লাস শুরু হলে হিজাব না পড়া নিয়ে শিক্ষিকা রুমিয়া সরকার তাদের ওপর ক্ষিপ্ত হন। একপর্যায় হাতে থাকা কাঁচি দিয়ে একে একে ৯ শিক্ষার্থীর চুল কেটে দেন তিনি।

এ ঘটনায় ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্তের পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান ইউএনও।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মিয়া মো. ফরিদ বলেন, ক্লাসেই কাঁচি ছিল, তাই হাতের কাছে পেয়ে এ কাজ ঘটিয়েছেন অভিযুক্ত শিক্ষিকা।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষিক রুমিয়া সরকার কোন বক্তব্য দিতে রাজি হননি।

 

 

error: দুঃখিত!