৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:১৬
মুন্সিগঞ্জে হাসপাতালের ভেতরে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ জুলাই ২০২৩,  নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের মানিকপুর এলাকায় ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালের ছাদে নিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতাকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের হয়েছে।

আজ বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটের দিকে মুন্সিগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শেখ শাকিলকে (২৩) আসামি করে সদর থানায় এই মামলা হয়। শাকিল সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের চরমশুরা এলাকার হাবিবুরের পুত্র। তারা শহরের দুধবাজার সংলগ্ন খালইষ্ট এলাকার ভাড়াটিয়া।

মামলার এজাহারে অভিযোগ করে বলা হয়, ভুক্তভোগী ওই কিশোরীকে গেল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলার সিড়ি থেকে জোরপূর্বক ছাদে নিয়ে ধর্ষণ করেন ছাত্রলীগ নেতা শাকিল। ভুক্তভোগী তার মায়ের কাজের সূত্রে বিভিন্ন সময়ে জেনারেল হাসপাতালের আশপাশেই থাকতেন। ঘটনাক্রমে তার উপর চোখ পড়ে শাকিলের।

মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান আমার বিক্রমপুর কে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে শাকিলকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারে পুলিশের সর্বাত্মক অভিযান চলমান রয়েছে। আগামীকাল তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে।

মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দ্রুত সময়ে ব্যবস্থা নিতে পৌর ছাত্রলীগকে নির্দেশনা দেয়া হয়েছে।

error: দুঃখিত!