১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১১:২৬
মুন্সিগঞ্জে হাসপাতালের নাম দিয়ে সরকারি জমি দখল চেষ্টার অভিযোগ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ জুন ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদ সংলগ্ন ফেমাস জেনারেল হাসপাতালের নাম দিয়ে সরকারি জমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণ চেষ্টার অভিযোগ উঠেছে।

এতে আশপাশের বসতবাড়ির বৃষ্টির ঢলের পানি নিস্কাশনে বাঁধাগ্রস্ত হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ছুটির দিনগুলোতে কাজে লাগিয়ে এই নির্মাণ কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।

ফেমাস জেনারেল হাসপাতালের পরিচালক মো. ইয়ানুছের বিরুদ্ধে ১নং খাস খতিয়ানের ওই সরকারি খাস জায়গাটি দখলের অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালটির উত্তর-পশ্চিম দিকে লোক চক্ষুর আড়াল করে দৈর্ঘ্যে প্রায় ২৫ ফুট ও প্রস্থে ১০ ফুট নয়নজুলীর জায়গা দখল করে আরসিসি পিলার তোলার মাধ্যমে পাকাঘর নির্মাণ কাজ চলছে। বেশ কয়েকজন শ্রমিক কাজ করছেন।

স্থানীয়রা জানান, সরকারি ছুটির দিনে ও রাতে সমানতালে দখলকারীরা সুযোগ বুঝে নির্মাণ কাজ করছেন। কয়েক বছর আগেও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে জায়গাটি দখল করার অভিযোগ উঠলে তৎকালীন ইউএনও কাজ বন্ধ করে দেন। এখন নতুন করে সুযোগ বুঝে ওই জায়গায় পাকা ঘর নির্মাণ করছেন তারা।

অভিযোগের বিষয়ে ফেমাস জেনারেল হাসপাতালের পরিচালক মো. ইয়ানুছ বলেন, মৌখিকভাবে অনুমতি নিয়েই কাজ করা হচ্ছে। মৌখিক অনুমতির কোন ভিত্তি আছে কি?  এমন প্রশ্নের জবাবে তিনি কাজ বন্ধ রাখার কথা বলেন।

এ বিষয়ে জানতে উপজেলা ভূমি কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

শ্রীনগর সদর ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা আব্দুল সামাদ বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

error: দুঃখিত!