মুন্সিগঞ্জে দুস্থ মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে হস্তশিল্প প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরন করা হয়েছে।
রবিবার দুপুর ১২টার সময় শহরের খালইষ্ট এলাকার শাবানা মঞ্জিলে দুস্থ মহিলা কল্যাণ সমিতির কার্যালয়ে এ সনদপত্র বিতরন করা হয়।
এলাকার বেকার যুবক, যুবতী ,স্বামী পরিত্যাক্তা , বিধবা ও সুবিধা বঞ্চিত মহিলাদের প্রশিক্ষনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে দুস্থ মহিলা কল্যান সমিতি।
এখানে ৫০-৭০জন নারী ও পুরুষ ব্লক বাটিক, শেলাই প্রশিক্ষণ, বেতের তৈরী মোড়া, নানা ধরনের শো পিছ তৈরী করে নিজেদেরকে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলেন। সমিতির সদস্যদের যুব উন্নয়ন থেকে নানা বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়। এখানে কাজ করে শত শত মহিলা নিজেদেরকে অনেকটা স্বাবলম্বী করে তুলেছেন।
অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
এসময় পৌর মেয়র প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র দুস্থ মহিলা কল্যাণ সমিতিকে উন্নয়নের লক্ষ্যে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অঞ্জলী রানী হাওলাদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার, মুন্সিগঞ্জ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, মোখলেছুর রহমান খোকন, দুস্থ মহিলা কল্যাণ সমিতির সভাপতি সাফিয়া খাতুন , সাধারন সম্পাদক আফরিনা আক্তার সুমী প্রমুখ।