২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১২:৩৮
মুন্সিগঞ্জে হয়ে গেল ৫ কিলোমিটার ফান রান প্রতিযোগিতা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘মুন্সিগঞ্জ রানার্স’ নামের একটি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ৫ কিলোমিটার ফান রান প্রতিযোগিতা। এতে বিভিন্ন শ্রেণী-পেশা ও বয়সী শতাধিক ব্যক্তি অংশ নেন।

শুক্রবার ভোরে আলো ফোটার সাথে সাথে শহরের সুপারমার্কেট এলাকা থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। পরে সেটি দক্ষিণ ইসলামপুর যোগিনীঘাট হয়ে চর কিশোরগঞ্জ এসে শেষ হয়। পথে সড়কের পাশে অংশগ্রহণকারীদের জন্য রাখা হয় পানি, স্যালাইন ও জুস।

‘মুন্সিগঞ্জ রানার্স’ এর প্রতিষ্ঠাতা ও এডমিন দেওয়ান মোহাম্মদ হোসাইন এই রানটি পরিচালনা করেন। রেস ডিরেক্টর হিসেবে দায়িত্বে ছিলেন, আহাদুল ইসলাম।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন, গজারিয়া থেকে আসা রানার মো. বিল্লাল হোসাইন বাপ্পি, প্রথম রানারআপ হন শহরের মো. সাজ্জাত হোসাইন সাজু ও দ্বিতীয় রানারআপ হন সিরাজদিখান উপজেলা থেকে আসা আবদুর রহমান।

আয়োজন প্রসঙ্গে দেওয়ান মোহাম্মদ হোসাইন জানান, শরীর সুস্থ রাখতে হাটার কোনো বিকল্প নেই। সুস্থ থাকতে চাইলে আমাদের নিয়মিত হাঁটা খুবই জরুরি। ভবিষ্যৎতে আমরা শিশুদের জন্য এক কিলোমিটার এবং বড়দের জন্য ৭ থেকে ১০ কিলোমিটার রানের আয়োজন করতে চাই।

বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়ার মধ্য দিয়ে শেষ হয় আয়োজনটি।

error: দুঃখিত!