১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৯:০৯
মুন্সিগঞ্জে হতে যাচ্ছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
খবরটি শেয়ার করুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে মুন্সীগঞ্জে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি অধিগ্রহণে ঢাকা ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসককে পত্র দেয়া হয়েছে।

এই বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘দীর্ঘ দিন ধরে দেশের আলেম সমাজের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান মহাজোট সরকার এই বিশ্ববিদ্যালয় স্থাপনের বিধান প্রণয়ন করছে। আর এ বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে দেশের আলেম সমাজের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হবে, আরবি-শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। আলেম সমাজের দাবি থাকার পরও ভারত-পাকিস্তান ও বাংলাদেশের কোনো সরকার এ দাবি বাস্তবায়নে উদ্যোগ নেয়নি।

বিলে বলা হয়েছে—এই বিধান অনুযায়ী সরকার নির্ধারিত স্থানে একটি পৃথক ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন করবে। বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত বিবেচনায় দেশের অন্য যেকোনো বিভাগীয় শহরে এর আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা যাবে। এ ছাড়া, বিলে বিশ্ববিদ্যালয় তহবিল, বার্ষিক প্রতিবেদন, বার্ষিক হিসাব, পরিদর্শক ও পরিদর্শন, মাদ্রাসায় শিক্ষাদান এবং বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার মধ্যে সহযোগিতা, মাদ্রাসা-সংক্রান্ত সাধারণ বিধান, বিশ্ববিদ্যালয় পাঠকক্রম ভর্তি, পরীক্ষা, বিশ্ববিদ্যালয় বিধি প্রণয়ন, প্রবিধান, শিক্ষার মাধ্যমসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লি¬ষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।

বিলে আরও বলা হয়—বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার এবং সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য সমন্বয়ে এই বিশ্ববিদ্যালয় একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে পরিগণিত হবে। আর বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা, দায়িত্ব শিক্ষাদান, মঞ্জুরি কমিশন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রার, পরীক্ষা-নিয়ন্ত্রক, মাদ্রাসা-পরিদর্শক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিল, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র, অর্থ-কমিটি, পরিকল্পনা উন্নয়ন কমিটি, অধিভুক্ত কমিটি, নির্বাচনী বোর্ডের ক্ষমতা, দায়িত্ব ও কার্যাবলিসহ সংশ্লি¬ষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।

error: দুঃখিত!