৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১২:৫৫
মুন্সিগঞ্জে হঠাৎ পদ্মার ভয়ঙ্কর রুপ, ২ ঘর বিলীন, ঝুকিতে অর্ধ শতাধিক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ জুলাই, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী ‍উপজেলায় পদ্মার ভাঙনে দুইটি বসতঘর নদীতে বিলীন হয়ে গেছে।

আজ শুক্রবার (৩০ জুলাই) সকালের দিকে উপজেলার হাসাইল বাজার এলাকার পূর্ব দিকে এ ঘটনা ঘটে।

আকস্মিক এই ভাঙনে টিনশেডের দুইটি ঘর নদীতে তলিয়ে গেছে। ঘরের কিছু মালামাল স্থানীয়রা সরাতে পারলেও তাতে ক্ষতির পরিমাণ তেমন একটা কমেনি বলে জানিয়েছেন ঘরের বাসিন্দারা।

হাসাইল বানারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আর চারটি ঘর নদী ভাঙনে বিলীনের আগেই সরিয়ে নিতে পেরেছে স্থানীয়রা।

মুন্সিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হবে। অনুমোদন পেলে সেখানে জিও ব্যাগ ফেলা হবে।

টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভীন জানান, নদী ভাঙনের বিষয়টি জানতে পেরেছি। ভাঙন-সংলগ্ন এলাকার আশপাশের লোকজন ও বসতঘর সরিয়ে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের মানবিক সহযোগিতা দেয়া হবে।

error: দুঃখিত!