২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ২:৪৮
মুন্সিগঞ্জে সয়াবিন তেলের দাম বেশি রাখায় ভোক্তা অধিকারের জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ মার্চ, ২০২২, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে সয়াবিন তেলের খুচরা ও পাইকারি দোকানে যৌথ অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ।

আজ মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১ টা’র দিকে উপজেলার শ্রীনগর বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন, শ্রীনগর উপজেলা এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সিগঞ্জের সহকারি পরিচালক আসিফ আল আজাদ জানান, অভিযানের সময় দেখা যায়- তালুকদার স্টোরে বোতলজাত সয়াবিন তেলের ৫ লিটারের বোতল খুলে বেশি লাভ করার জন্য খোলা সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। এছাড়া খোলা সয়াবিন তেল সরকার নির্ধারিত দাম অপেক্ষা অধিক মূল্যে বিক্রি করছে। এসময় দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বোতলের গায়ের দাম থেকে বেশি দামে সয়াবিন তেল বিক্রয় করায় আলাউদ্দিন স্টোর ২ হাজার টাকা ও নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও উন্মুক্ত ভাবে রাস্তার পাশে খাদ্য সংরক্ষণ করায় খান সুইটসকে ১০ হাজার টাকা, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে খোলা সয়াবিন বিক্রি করায় শিহাব স্টোরকে ৫ হাজার টাকা ও বোতলে থাকা দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় ওসমান গনি ইয়াসমিন স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা তরা হয়। সর্বমোট ৫ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রি করতে ও কম মুনাফা করতে নির্দেশনা দেয়া হয়।

অভিযানে শ্রীনগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

error: দুঃখিত!