১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৭:০১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ মার্চ, ২০২১, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (২ মার্চ) বিকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাখির মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন ৮ বছর বয়সী এক শিশু।

নিহত শিশুর নাম মোহাম্মদ সাম্মী (৮)। সে মোহাম্মদ মামুন মিয়ার ছেলে।

জানা যায়, শিশুটির গ্রামের বাড়ী কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সবজি কান্দি গ্রামে।

প্রত্যক্ষদর্শিরা জানান, সে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে ফরাজি কান্দি গ্রামে তার নানির বাড়ীতে বেড়াতে এসে রাস্তা পারাপারের সময় ঢাকা চট্রগ্রাম মহাসড়কে বাউশিয়া পাখির মোড় এলাকায় যানবাহনে চাপায় প্রান হারায়।

স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় শিশুটিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

এ বিষয়ে গজারিয়া হাইওয়ে ইনচার্জ মো.সালাউদ্দিন জানান, রাস্তা পারাপারের সময় যানবাহনের ঢাক্কায় সাম্মি নামে শিশুটি মৃত্যু ঘটে। তাৎক্ষনিক যানবাহনটি আটক করা সম্ভব হয়নি। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!