১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১০:৪৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ১; আহত ১
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ সেপ্টেম্বর, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় অপু (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ সময় শান্ত (২৬) নামে মোটরসাইকেল আরোহী আহত হয়।

গতকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌণে ১০ টার দিকে মহাসড়কের বেজগাঁও স্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মাওয়াগামী দ্রুতগতির মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-২৩ ১২৬০) সড়কের বেজগাঁও বাসস্ট্যান্ডের কাছে একটি যাত্রীবাহী বাসের পিছনে সজোড়ে ধাক্কা খায়। এ সময় মোটরসাইকেলের চালকসহ আরোহী ছিটকে সড়কে পড়ে আহত হয়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শ্রীনগর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার মাহফুজ রিবেন জানান, আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল জানান, মোটরসাইকেলটি অজ্ঞাত যাত্রীবাহী বাসের পিছনে ধাক্কা খেলে চালকসহ দুই জন আহত হয়। হাসপাতালে আনার পরে চিকিৎসাধীন অবস্থায় বাইক চালকের মৃত্যু হয়।

error: দুঃখিত!