৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৯:১৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধরের ঘটনায় আ. লীগ নেতা কারাগারে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ ডিসেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ ৩ আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ পিন্টুকে মারধরের ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক শহর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শরীফ খালাসিকে (৫৬) জেলহাজতে প্রেরণ করেছে আদালত।

মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ রোববার সকাল ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রহিমা আক্তার এই নির্দেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন, জেলা যুবলীগের সাবেক সভাপতি আক্তার উজ্জামান রাজিব ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম এলান।

এজাহার সূত্রে জানা যায়, গেল ২২ ডিসেম্বর বিকালে ফারুক আহমেদ পিন্টুকে মারধর করেন যুবলীগ নেতা রাজিব, এলান ও শরীফ খালাসি। ওইদিনই সদর থানায় বাদী হয়ে পিন্টু ৩জনের নামোল্লেখ করে মামলা দায়ের করেন।

আজ ওই মামলায় আদালত শরীফ খালাসির জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!