মুন্সিগঞ্জ, ২২ ডিসেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
জেলা সদরের মহাকালিতে মুন্সিগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের (কাঁচি প্রতীক) সমর্থক আওয়ামী লীগ নেতাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার বিকেল ৪ টার দিকে লোহারপুল এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক পিন্টু খানকে (৪৮) মারধর করার অভিযোগ উঠে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক জেলা যুবলীগের সাবেক সভাপতি আক্তারউজ্জামান রাজিব, সাইফুল ইসলাম এলান ও শরীফ খালাসির বিরুদ্ধে।
এ ঘটনায় রাত সাড়ে ৭ টার দিকে ৩জনের নামোল্লেখ করে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আওয়ামী লীগ নেতা পিন্টু খান জানান, বিকেলে মহাকালি ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তিনি কাঁচি প্রতীকের প্রচারণায় বের হন তিনি। এসময় নৌকা প্রতীকের সমর্থক জেলা যুবলীগের সাবেক সভাপতি আক্তারউজ্জামান রাজিবসহ ৭-৮ জনের একটি গ্রুপ তাকে মারধর ও হুমকি প্রদর্শন করে।
তিনি দাবি করেন, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের গ্রুপটি সাদা রংয়ের নৌকা প্রতীকের স্টিকার লাগানো একটি মাইক্রোবাসে করে আসেন।
অভিযোগ প্রসঙ্গে জেলা যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক আক্তারউজ্জামান রাজিব বলেন, কয়েকদিন আগে মহাকালিতে হৃদয় নামে এক সমর্থক নৌকা প্রতীকের পোষ্টার লাগাতে গেলে পিন্টু খান বাঁধা দেয়। ওই ঘটনার পর সেখানে গিয়ে ওই দিন পিন্টুকে খুঁজে পাইনি। আজ শুক্রবার বিকেলে তাকে সামনে পেয়ে গেলে শুধুমাত্র জিজ্ঞেস করেছি। তাকে মারিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনা শুনেছি। রাতে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।