মুন্সিগঞ্জ, ৯ মে ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে স্ত্রীর হাতে স্বামীর প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
নিহত বৃদ্ধের নাম শেখ ছলিম (৬০)। তিনি উপজেলার বাড়ৈখালী এলাকার বাসিন্দা।
আজ মঙ্গলবার (৯ মে) দুপুরে নিহতের ঘটনা ঘটে। পরে বিকালে পুলিশ অভিযুক্ত রোকসানা বেগমকে (৪২) নিহতের বাসা থেকে গ্রেপ্তার করে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, নিহত ছলিমের সঙ্গে স্ত্রী রোকসানা বেগমের পারিবারিক দ্বন্দ ছিলো। এর জের ধরে দুপুরে স্ত্রী রোকসানা বেগম ঝাড়ু ও লাঠি দিয়ে নিহত ছলিমকে বেধড়ক পেটালে একপর্যায়ে অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
ওসি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে কাল আদালতে প্রেরণ করা হবে।