১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | দুপুর ১:৪৭
মুন্সিগঞ্জে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচীর উদ্ধোধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ জুন ২০২৩, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার ৭৭ নং ভাষান চর দক্ষিণ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১ টার দিকে এ কর্মসূচীর উদ্ধোধন করেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান।

জানা যায়, মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয়ের অধীন এ কর্মসূচির আওতায় প্রতিষ্ঠানটির ১৩৪ জন শিক্ষার্থীদের আগামী ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুল খোলার দিন ২০০ মিলিলিটার প্যাকেটের পাস্তুরিত দুধ খাওয়ানো হবে। এতে করে শিক্ষার্থীদের মেধার বিকাশ ও পুষ্টির ঘাটতি লাঘব হবে।

প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মদ সাইফুর রহমান টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসিমা খানম, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা মোরশেদ উদ্দিন আহমেদ।

এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!