মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বিশ্বকাপ ফুটবলের ম্যাচে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার ২-১ গোলে পরাজয়ের পর আনন্দ মিছিল করেছে সৌদি আরব সমর্থকরা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্য্যের বাগ এলাকায় এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলে অংশ নেয়া সাজ্জাদ হোসেন বলেন, সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হার এই বিশ্বকাপের বড় অঘটন। সৌদি আরবের মত দলের কাছে আর্জেন্টিনা হেরে যাবে এটা আমরা কখনো ভাবিনি। সৌদি আরব প্রথমার্ধে খেলায় ছন্দ পায়নি৷ তবে দ্বিতীয়ার্ধে তারা দারুণ খেলেছে। ভালো খেলেই জিতেছে সৌদি আরব। তাই তাদের অভিনন্দন।
স্থানীয় আর্জেন্টিনার ভক্ত আবিদ হাসান বলেন, আর্জেন্টিনার শুরুটা ভালো নাহলেও সামনে তাদের সুযোগ রয়েছে ভালো খেলার। আর সৌদি আরব খারাপ টিম নয়। তারা দারুণ খেলা দেখিয়েছে।