মুন্সিগঞ্জ, ৯ ফেব্রুয়ারি, ২০২২, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় নিখোঁজের ১০ দিন পর সেনাবাহিনীতে যোগ দিতে চাওয়া এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের দরি বাউশিয়া নামক এলাকায় নাবিস্কো কোম্পানির পরিত্যক্ত একটি বাগান থেকে ঝুলন্ত অবস্থায় জাহিদ হোসেনের (২১) লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের টেঙ্গারচর গ্রামের আবুল কালামের পুত্র।
প্রতিদিনের মত শরীরচর্চার জন্য বাড়ি থেকে বের হয়ে গত ৩১ জানুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হন সদ্য নিয়োগ প্রাপ্ত সেনা সদস্য জাহিদ হাসান (২১)।
পরিবার জানায়, প্রতিদিনের মত গত ৩১শে জানুয়ারী সকাল আনুমানিক ৬টার দিকে শরীরচর্চার জন্য তার নিজ বাসা থেকে বের হয় ওই সেনা সদস্য। এরপর হতে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইছ উদ্দিন জানান, বুধবার দুপুরে দরি বাউশিয়া নাবিস্কো কোম্পানির পরিত্যক্ত এলাকা হতে জাহিদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।