১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১২:৩৮
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে সেচ্ছাসেবক দলের ইফতার সামগ্রী বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

রমজান মাস উপলক্ষে মুন্সিগঞ্জ শহর সেচ্ছাসেবক দলের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রোববার সকাল ১১টার দিকে জেলা শহরের সুপারমার্কেট এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে সেচ্ছাসেবক দলের আয়োজনে এই কর্মসূচিতে শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী হিসেবে খেজুর, চিনি, মুড়ি, পেঁয়াজ, আলু, ডাল, ছোলাবুট ও ১ লিটার তেল বিতরণ করা হয়।

শহর সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. পলাশ মাহমুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব সোহেল আহম্মেদের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কেএম ইরাদত মানু, শহর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহবুব উল আলম স্বপন, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শহীদুল ইসলাম, মো. জাকির সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!