২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১:৩৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে সিমেন্ট ফ্যাক্টরির গাড়ির ধাক্কায় যুবক নিহত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ এপ্রিল, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় শাহ্ সিমেন্ট ফ্যাক্টরির ট্রাকের ধাক্কায় সজিব (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৯ এপ্রিল) ভোর রাতে শাহ্ সিমেন্ট ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর রাত সাড়ে ৩ টার দিকে ঢাকা তেজগাঁও থেকে শাহ্ সিমেন্ট ফ্যাক্টরিতে ট্রাক নিয়ে সিমেন্ট নিতে আসেন নিহত সজিব। শাহ সিমেন্টে ফ্যাক্টরির ভিতরে সিমেন্ট লোড করার সময় সজিব দাড়িয়ে থাকা অবস্থায় শাহ সিমেন্টের একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করে। নিহত সজিব ভোলা জেলার দৌলতখানা থানার জয়নগর গ্রামের নুর নবীর ছেলে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, এর আগে গত শনিবার (১৭ এপ্রিল) চর মুক্তারপুর এলাকায় আল-সায়েদ ভ্যারাইটিজ স্টোর নামের একটি দোকানের উপরও শাহ্ সিমেন্টের একটি ট্র্যাক ধাক্কা দিয়ে ব্যাপক ক্ষয় ক্ষতি করে। অল্পের জন্য রক্ষা পায় দোকানদার।

মুক্তারপুর-ঢাকা সড়কে চলাচলরত একাধিক সিমেন্ট ফ্যাক্টরির সিমেন্ট পরিবহন করা গাড়ির বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এছাড়াও এসব গাড়ির কারনে মুক্তারপুর ব্র্রীজের টোলপ্লাজা থেকে সিমেন্ট ফ্যাক্টরি পর্যন্ত যানজট লেগে থাকে। ফলে এলাকাবাসীর নানা দুর্ভোগ পোহাতে হয়।

error: দুঃখিত!