মুন্সিগঞ্জ, ১৯ আগস্ট, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে এক সাথে ৩ ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক মা।
গতকাল বুধবার (১৮ আগষ্ট ) সন্ধ্যা ৬ টা’র দিকে টংগিবাড়ী উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে এই ৩ শিশুর জন্ম হয়।
আজ বৃহস্পতিবার সকালে হাসপাতাল কতৃপক্ষ নিশ্চিত করেছে, ৩ সন্তান জন্ম দেয়া মা সোমা (৩০) ও তার সন্তানরা সুস্থ ও স্বাভাবিক রয়েছে। সিজারের পরে প্রসূতির ১ ব্যাগ রক্ত নিতে হয়েছে। নবজাতক ৩ শিশুর ওজন ২ কেজি করে।
তিন শিশুর বাবা লিমন হোসেন টংগিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের চৌষার গ্রামের বাসিন্দা। তিনি জানান, তার ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এছাড়া এর আগে তার একটি সন্তান মারা গিয়েছিলো।
তিনি বলেন, আল্লাহর রহমতে কোন সমস্যা ছাড়াই তিন ছেলে সন্তানের বাবা হলাম। শিশুরা সবাই সুস্থ আছে। আমি সবার দোয়া কামনা করছি।