মুন্সিগঞ্জ, ৬ জুন ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে সিগারেটের টাকা চাওয়ায় দোকানির পেটে ছুরিকাঘাত করলেন চঞ্চল শেখ নামের এক যুবক।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রসুনীয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় দোকানি আলম শেখকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আলম শেখ উত্তর তাজপুর গ্রামের মৃত রাজ্জাক শেখের ছেলে। এ ঘটনায় সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১ টার দিকে সিগারেট নিতে আলম শেখের দোকানে আসেন চঞ্চল শেখ। তখন ১০টি সিগারেট নেন তিনি। সেই সিগারেটের টাকা চাওয়ায় কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দোকান মালিক আলম শেখকে ছুরিকাঘাত করেন তিনি। তখন পালিয়ে যান চঞ্চল।তারা আরও জানান, একই গ্রামের বাবুল শেখের ছেলে চঞ্চল শেখ (৩২)। তিনি দীর্ঘদিন যাবত এলাকায় মাদব ব্যবসা, চুরি ছিনতাইয়ের সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
বিষয়টি নিয়ে তদন্ত চলছে জানিয়ে সিরাজদিখান থানার উপ পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ছুরিকাঘাতের ঘটনায় ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশি তদন্ত শুরু হয়েছে। ঘটনার সাথে জড়িত চঞ্চল শেখকে আইনের আওতায় আনতে অভিযানে নেমেছে পুলিশ। তবে ছুরিকাঘাতে গুরুতর আহত আলম শেখের সাথে কথা বলার চেষ্টা চলছে। তার সাথে কথা হলে ঘটনার আসল কারণ জানা যাবে।