মুন্সিগঞ্জ, ১১ জানুয়ারি, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।
গতকাল রোববার রাত সাড়ে ৮ টায় উপজেলার চিত্রকোট ইউনিয়নের ঢাকা-নবাবগঞ্জ সড়কের খারশুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক এমদাদুল হক (২৫) শরিয়তপুর জেলার গোসাইহাট উপজেলার চরমনপুরা গ্রামের আলী আহমদের পুত্র।
শেখনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঢাকাগামী একটি সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হলে সিএনজি চালক গুরতর আহত হয়। আহত অবস্থায় তাকে নবাবগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত ডা.তাকে মৃত ঘোষনা করেন। পরে বিষয়টি নবাবগঞ্জ থানা পুলিশ দায়িত্ব নিয়ে সমাধান দিয়েছে।