১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | বিকাল ৩:৫৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে সিএনজির ভেতরে পাওয়া গেল সাড়ে পাঁচ লাখ টাকার গাঁজা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ সেপ্টেম্বর ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে সিএনজির ভেতর তল্লাশি চালিয়ে সাড়ে পাঁচ লাখ টাকার গাঁজা জব্দ করেছে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ। এসময় সিএনজি চালক মো: আমির হোসেনকে আটক করা হয়।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় অভিযান চালিয়ে আমিরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আমির নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মনোহরদি এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। এ ঘটনায় জব্দ করা কয়েছে গাঁজা পরিবহনে ব্যবহৃত সিএনজিটি। তবে পালিয়ে গেছে আটকের দুই সহযোগী। জব্দকৃত গাঁজার দাম সাড়ে ৫লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে পদ্মা সেতু উত্তর থানার দক্ষিণ মেদিন মন্ডল এলাকায় মাদক কেনাঁবেচার গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের এএসআই আনিচুর রহমান তার টিম নিয়ে অভিযান চালায়। এসময় সিএনজিতে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে টেপ পেঁচানো ৪কেজি ওজনের ৫টি ও ২কেজি ওজনের একটি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক বিক্রিতে জড়িত সিএনজি চালকের সাথে থাকা দুইজন।

পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসাইন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। জড়িত অপর দুইজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

error: দুঃখিত!