১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | বিকাল ৪:১১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে সাড়ে ১৬ লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ, গ্রেফতার ৩
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ অক্টোবর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে মুক্তারপুুর নৌ পুলিশের অভিযানে ৩৪ বস্তা (২ হাজার ৬ শত উনাশি) পাউন্ড অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

যার আনুমানিক মূল্য ১৬ লক্ষ ৬৩ হাজার ৫শত টাকা। এছাড়াও এসময় ১৩৫ বস্তা (১০ হাজার ৮শত পিস ববিন) জব্দ করা হয়।

এ বিষয়ে নৌ পুলিশ জানায়, শনিবার ভোর ৪ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযানে সদরের মুক্তারপুর ফেরিঘাট, ফিরিঙ্গীবাজার এবং আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় জড়িত থাকায় ৩ জনকে আটক করা হয়েছে।

এ বিষয় সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানায় মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন।

এসময় উপস্থিত ছিলেন নৌ পুলিশ সুপার (নারায়ণগঞ্জ অঞ্চল) মিনা মাহমুদা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নারায়ণগঞ্জ অঞ্চল) আনিসুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার টিপু সুলতান, মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ কবীর হোসেন খাঁন সহ সঙ্গীয় ফোর্স।

error: দুঃখিত!