মুন্সিগঞ্জ, ২৪ মে ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে অবৈধভাবে সালফিউরিক এসিড বিক্রি এবং মজুদ করার সময় ১০ হাজার লিটার এসিড ও ট্রাকসহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার দিনগত রাত একটার দিকে উপজেলার বেতকা চৌরাস্তায় নিবিড় ট্রেডার্স নামক দোকানের সামনে থেকে এসব আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাব ইন্সপেক্টর মো. রফিক এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বেতকা এলাকার পলাতক আসামী আমান শেখ (৫০) এর নিবিড় ট্রেডার্স নামক দোকানের সামনে থেকে অবৈধভাবে সালফিউরিক এসিড বিক্রি এবং মজুদ করার সময় তিনজনকে আটক করা হয়। এসময় এসিড পরিবহনে ব্যবহৃত ট্রাক থেকে ২০০টি নীল ড্রাম ভর্তি ১০ হাজার লিটার সালফিউরিক এসিড যার আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, শ্রীনগর উপজেলার শিমুলপাড়া গ্রামের সাহিদ শেখ (২৪), টংগীবাড়ী উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের সাগর শেখ (২৬), ভোলা জেলার তজুমুদ্দিনের মো. মিঠু (৩০)। এসময় তাদের সাথে থাকা আরও একজন পালিয়ে যায়।