২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১২:২৮
মুন্সিগঞ্জে সামাজিক সংগঠনের শিক্ষা উপকরণ বিতরণ
খবরটি শেয়ার করুন:

শেখ রাসেলঃ অনেকেই এখন ব্যস্ত সময় পার করছে ঈদের ছুটিতে ,গান বাজনা ,বন্ধুদের নিয়ে হৈ চৈঁ,বনভোজন বা সিনেমা দেখে । ঠিক তখনি সময়ের অপচয় না করে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী ও লৌহজং উপজেলার প্রায় ২৫০ জন অসহায় হত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নানাবিধ শিক্ষা উপকরণ ,শুকনো খাবার ,চকলেট ও ক্ষেত্র বিশেষ নগদ অর্থ বিতরণ করে টঙ্গিবাড়ী উপজেলার দক্ষিণে হাসাইল বাজারে অবস্থিত “উদয়াচল” নামক একটি সমাজকল্যাণ মূলক সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় ও সময় সংবাদ টুয়েন্ট্রিফোর ডট কমের লৌহজং প্রতিনিধি মোহম্মদ রুবেল ইসলাম । বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের সহ সভাপতি শেখ রাসেল ফখরুদ্দীন ।

উদয়াচল এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বি হোসাইন সোহাগ বলেন ,ঈদের খুশিতে ছোট্ট সোনামনি দের পাশে দাড়াতে পেরে আমরা আনন্দিত । হাসাইল ,বানারী ,সাতুল্লা ,পাঁচগাও ,টঙ্গিবাড়ী ,বেতকা ,কনকসার ,ঘোড়াদৌড় ,গোলতলী বাজার ,মাওয়া সহ প্রায় বিশ টি গ্রামে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় । এসময় আরো উপস্থিত ছিলেন ,সম্রাট দাশ ,রাসেল ফকির ,রাজিব ,বাহউদ্দিন ,সেলিম ,সাইফুল ,রুবেল ও রাকিব প্রমূখ

error: দুঃখিত!