মুন্সিগঞ্জ, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম মুন্সিগঞ্জ এর আয়োজনে ও পিফরডি (প্লাটফর্ম ফর ডায়লগ) এর সহযোগিতায় সুশিল সমাজের মাঝে সামাজিক জবাবদিহির উপকরণ বিষয়ে জ্ঞান বৃদ্ধি, জানার দক্ষতা বৃদ্ধি, অপরকে জানানোর জন্য উৎসাহিত করা উপকরণগুলো নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার সকাল ১০ টায় মুন্সিগঞ্জ শহরের খালইস্ট এলাকায় ফেন্ডস কিচেন এন্ড পার্টি প্যালেস নামে একটি রেষ্টুরেন্টে ৩ ঘন্টাব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় জাতীয় শুদ্ধাচার কৌশল এবং তথ্য অধিকার আইন ২০০৯ নিয়ে আলোচনা করেন সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এম. সিরাজুল হক এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) নিয়ে আলোচনা করেন জেলা সমাজসেবা কার্যালয় মুন্সিগঞ্জের প্রবেশন অফিসার মো.কাওছার হোসেন।
প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন, রিজিওনাল কোর্ডিনেটর শবনম মোস্তারি ,ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম মুন্সিগঞ্জের সভাপতি খালেদা খানম, সহ-সভাপতি কাউন্সিলর সোহেল রানা, সাধারণ সম্পাদক হামিদা আক্তার।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, এনজিও প্রতিনিধিসহ অনান্যরা অংশ নেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম মুন্সিগঞ্জের সদস্য মো. জুনায়েদ।