৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১:৪২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে সাপ নিয়ে হাসপাতালে হাজির স্বজনরা
খবরটি শেয়ার করুন:

মৃুুন্সিগঞ্জ, ২৫ মে, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ধান কাটতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত রোগীকে নিয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ছুটে এসেছেন স্বজনরা। কিন্তু, চিকিৎসক যেন সঠিক চিকিৎসা দিতে পারেন সেই আশায় বিষাক্ত সাপটিকে জ্যান্তই ধরে হাসপাতালে এনেছেন রোগীর স্বজনেরা।

গতকাল মঙ্গলবার দুপুরে সাপে কাটার পর ফাঁদ পেতে সেই বিষাক্ত চন্দ্রবোড়া সাপটিকে ধরেন স্বজনেরা। পরে একটি দড়ি দিয়ে বেঁধে কলসিতে ভরে তারা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের উদ্দেশে রওনা দেন।

শরিয়তপুরের জাজিরা নিবাসী আমির হোসেন বলেন, আমার ভাই ফারুক (৩৫) ধান কাটা কাজ করছিলো। দুপুরে হঠাৎ তাকে একটি সাপ কামড় দিলে সে সাপের বিষে কাতর হয়ে ওঠে। যাতায়াত সুবিধার কারণে তাকে নিয়ে শরিয়তপুর সদরে না গিয়ে আমরা মুন্সিগঞ্জে চলে আসি। সাথে চন্দ্রবোড়া সাপটিকেও আনি যাতে করে চিকিৎসক সাপটি দেখে সঠিক চিকিৎসা দিতে পারেন। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখন রোগী ও সাপ উভয়ই ঢাকা মেডিকেলে আছে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক বলেন, রোগীকে এন্টিভেনম দেয়া শেষ হয়েছে। কিন্তু, তার গাম ব্লিডিং শুরু হয়েছে। দংশনের স্থান প্রচণ্ড ফুলে গিয়েছে ও রোগীর প্রচন্ড ব্যথা হচ্ছে। ফোলা ধীরে ধীরে হাঁটুর কাছাকাছি চলে এসেছে। হয়তো পা টা পঁচে যাবে কিন্তু, জীবনটা হয়তো বেঁচে যাবে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার লোকালাইজড হিমোরেজ, টিস্যু ড্যামাজ (হিমোটক্সিনের জন্য) দংশন স্থানের যথাযথ ব্যবস্থাপনা লাগবে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!