মুন্সিগঞ্জ, ২ আগস্ট, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে এক সাপুড়ের কাছ থেকে ২৫ হাজার ৭১ পিছ ইয়াবা উদ্ধার করেছে র্যাব ১০।
ইয়াবাসহ আটক ঐ ব্যক্তির নাম আসলাম (৫৪)। সে লৌহজং উপজেলার মৌছামান্দ্রা এলাকার বেদে সম্প্রদায়ের আবুল হাশেমের ছেলে।
গত সোমবার (১ আগষ্ট) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ছনবাড়ী এলাকা থেকে সাপুড়ে আসলাম (৫৪) কে আটক করা হয়।
সাপুড়ে আসলামকে আটক করে তার কাছে থাকা সাপের বাক্স তল্লাশী করে দেখা যায়, সাপের বক্সে উপরে সাপ রেখে তার নিচে অভিনব কায়দায় আলাদাভাবে তৈরি করা বক্স থেকে ২৫ হাজার ৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, সে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে রাজধানী সহ বিভিন্ন স্থানে সরবরাহ করতো। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।