৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৪:৫২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ জুলাই, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে সাপের কামড়ে সাকিব (১৮) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাকিব উপজেলার কামারখাড়া ইউনিয়নের চৌষার গ্রামের চাঁনমিয়া সর্দারের ছোট ছেলে।

খবর নিয়ে জানা গেছে, গত শনিবার (১৮-০৭-২০২০ ইং) সাকিব বাড়ির দক্ষিণে পদ্মা নদীর পাড় থেকে পাটখড়ি আনতে গেলে একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। পরে সে দ্রুত ঘটনাস্থল থেকে বাড়িতে এসে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

পরবর্তীতে বাড়ির লোকজন তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা সাকিবকে দুইটি ইনজেকশন দেন এবং আরো একটি ইনজেকশন এর জন্য তাকে ঢাকা মেডিকেলে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু পরিবারের সদস্যরা চিকিৎসকের কথা অমান্য করে সাকিবকে গ্রামের বাড়িতে ওঝার কাছে নিয়ে আসে।

হাসপাতাল থেকে সাকিবকে বাড়িতে নিয়ে আসলে রবিবার সকালে সে মারা যায়। নিহতের চাচা মেহেদী সর্দার জানান, আমরা সাকিবকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার শারীরিক অবস্থা উন্নতি দেখে বাসায় নিয়ে আসি। আজ সকালে সে অসুস্থ বোধ করলে পুনরায় হাসপাতালে নেওয়ার পূর্বেই সে মারা যায়।

error: দুঃখিত!