মুন্সিগঞ্জ, ২৩ জুন ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে বিষাক্ত সাপের কামড়ে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. নাসিম (৮) নামের ওই স্কুল ছাত্র মৃত্যুবরণ করেন। সে সমষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঘরের দরজার কাছে বসা অবস্থায় নাসিমের হাতে বিষধর সাপ কামড় দেয়। সাথে সাথে নাসিমের হাতের ক্ষত স্থানের উপড়ে বেঁধে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রাত ৩ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাসিমের মৃত্যু ঘটে।
নাসিম ব্রাক্ষণ পাইকসা গ্রামের মো. রহমতউল্লাহর ছেলে। নাসিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।