মুন্সিগঞ্জ, ২৯ আগস্ট, ২০২২, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ের বৌলতলীতে সাপের কামড়ে মো. পারভেজ বেপারী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গেল রোববার দিবাগত রাতে লৌহজং উপজেরার বৌলতলী ইউনিয়নে বৌলতলী গ্রামে এ ঘটনা ঘটে।
রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক এখানে সাপে কাটা রোগীর ভ্যাকসিন নেই বলে ঢাকা নিয়ে যেতে বলেন। পরে ঢাকার মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পারভেজ বৌলতলী গ্রামের মো. হান্নান বেপারীর ছেলে।
নিহতের ছোট ভাই মো. পলাশ বেপারি জানান প্রতিদিনের মত আমরা দুই ভাই একসাথে ঘুমিয়েছি। দিবাগত রাত দেড়টার দিকে পারভেজ ভাই আমাকে বলে আমার ডান হাতের আঙ্গুলে কি যেনো কামড় দিছে। এরপর থেকে চোখে ঝাপসা দেখতেছে। আমরা সাথে সাথে হাতে রশি দিয়ে বাঁধ দিয়ে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলে আমাদের এখানে সাপে কাটা রোগীর ভ্যাকসিন নাই। তারা ঢাকায় নিয়ে যেতে বলে।
আমরা ঢাকার মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই আরও বলেন, যদি আমাদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর ভ্যাকসিন পাওয়া যেত তাহলে আমার ভাই মারা যেত না।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: নাজমুস সালেহিন জানান, রোগীকে অনেক সময় দেরি করে হাসপাতালে নিয়ে আসা হয় এবং রোগীর পালস্ ছিলো না। আমাদের এখানে শ্বাসযন্ত্র ব্যবস্থা নেই, তাই রোগীকে ঢাকায় রেফার্ড করা হয়।