মুন্সিগঞ্জ, ২৭ সেপ্টেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে মুক্তারপুুর নৌ পুলিশের অভিযানে ৬৬৮ পাউন্ড অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
এসব জালের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫৯ হাজার টাকা।
এ বিষয়ে নৌ পুলিশ জানায়, শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযানে মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মোঃ কবির হোসেন খান এর নেতৃত্বে সদরের জোড়পুকুরপাড় ও রামেরগাও এলাকার অভিযান চালিয়ে এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়া ২ হাজার ৫ শত পিস ববিন জব্দ করা হয়।
এসময় জড়িত থাকায় ১ জনকে আটক করা হয়েছে।
এ বিষয় সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানায় মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন।