১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৯:০৩
মুন্সিগঞ্জে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে বুলডোজার চা.পা.য় গেল প্রাণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ জুলাই ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের ব্যস্ততম এলাকা সিপাহীপাড়া চৌরাস্তায় সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে বুলডোজারের চাপায় প্রাণ গেছে পল্লী চিকিৎসকের।

সোমবার দুপুর পৌনে ২ টার দিকে মুক্তারপুর-নিমতলা সড়কের সিপাহীপাড়া চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান (৫৫) রামপালের সুখবাসপুর এলাকায় বসবাস করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিপাহীপাড়া ফুটপাত থেকে বাড়ির জন্য আম ও পেয়ারা কিনে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন মিজানুর। একইসময় ওই এলাকায় সড়কে পিচঢালাইয়ের কাজ করছিলো একটি বুলডোজার। সড়কে যানজট থাকায় সাইকেলচালক মিজানুর মুক্তারপুরের দিকে ঘুরে হাতিমাড়ার দিকে যাওয়ার চেষ্টা করেন। তখনই সামনের চাকায় ধাক্কা লেগে সাইকেল নিয়ে বুলডোজারের নিচে চলে যান তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

হাতিমাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নিরু মিয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুলডোজারটি সড়ক থেকে সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে।

error: দুঃখিত!