১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৭:২৯
মুন্সিগঞ্জে সাংবাদিকদের সাথে নিরাপদ অভিবাসন সংক্রান্ত আলোচনা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি, ২০২২, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে নিরাপদ অভিবাসন সংক্রান্ত সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সদরের পঞ্চসার ইউনিয়নের দশকানি এলাকায় ওকাপের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে ওকাপের পরিচিতি তুলে ধরেন, ওকাপ মুন্সিগঞ্জের মাঠ কর্মকর্তা ইউজিন ম্রং। এসময় আরও উপস্থিত ছিলেন, ওকাপের প্রজেক্ট অফিসার সালমা আক্তার মনি।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি নাদিম হোসাইন, দৈনিক সভ্যতার আলোর স্টাফ রিপোর্টার মাহবুব আলম জয়, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল হোসেন, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি শুভ ঘোষ, দৈনিক আমার বিক্রমপুরের চিফ রিপোর্টার শিহাব আহমেদ, সান নিউজের জেলা প্রতিনিধি নাজির হোসাইন, মুন্সিগঞ্জ টুডের রিপোর্টার সাইফুল ইসলাম শিথিল।

অনুষ্ঠানে আয়োজক ও সাংবাদিকরা স্থানীয় পর্যায়ে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেয়ার দাবি জানান।

error: দুঃখিত!