মুন্সিগঞ্জ, ৭ নভেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে শিশু-কিশোরীদের সাঁতার শেখাতে মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার দুপুরে লৌহজং উপজেলা পরিষদের পুকুরে এই সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন।
এসময় তিনি বলেন, প্রতিবছর সাঁতার না জানায় অনেক শিশু-কিশোর পানিতে ডুবে অনাকাঙ্খিত মৃত্যুর সম্মুখীন হয়। এমন মৃত্যুর সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে সাঁতার প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রথমে লৌহজং থেকে শুরু হলেও পর্যায়ক্রমে জেলার সব উপজেলাগুলোতে এই কার্যক্রম পরিচালিত হবে।
মাসব্যাপী এই প্রশিক্ষণ ক্যাম্পের প্রথম দিনে ৫০ জন শিশু-কিশোর অংশ নেয়। আটজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে মাসব্যাপি এই প্রশিক্ষণ দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, প্রশিক্ষক আব্দুল হালিম, নুরুল ইসলাম, ফারিয়া ইসলাম ও আসমা আক্তার।