৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৪:৫৪
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে সহপাঠীদের যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ ফেব্রুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে সহপাঠীদের যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে ধারালো ছুড়ির আঘাতে প্রাণ গেছে লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী নিরব আহমেদের (১৭)।

আজ শুক্রবার বিকালে শ্রীনগর উপজেলার কামারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিরব শ্রীনগর উপজেলার মধ্য কামারগাঁও এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

পরিবার, পুলিশ, ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন ওই বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে উত্যক্ত করে কয়েকজন বহিরাগত যুবক। এসময় নিহত নিরব ও তার সহপাঠীরা ঘটনার প্রতিবাদ করে।

ওই ঘটনার জের ধরে শুক্রবার বিকালে শ্রীনগর উপজেলার কামারগাঁও এলাকায় আড্ডা দেওয়ার সময় নিরব ও তার সহপাঠীদের উপর অতর্কিত হামলা চালায় যৌন হয়রানিতে অভিযুক্ত যুবকরা।

এসময় নিরবকে ধারালো ছুড়ি দিয়ে মাথা ও পিঠে আঘাত করলে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার আসলাম খান জানান, যৌন হয়রানির ঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষ নিরবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ।

error: দুঃখিত!